‘গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম তেল নিয়ে অনিয়ম সহ্য করা হবে না’
সোমবার (২৯ মে) দুপুরে পাবনায় বিদ্যুৎ, গ্যাস পেট্রোলিয়াম নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম তেল নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, আমরা লাইসেন্স দেওয়ার জন্য বসে আছি। আপনারা নৈতিকতার সঙ্গে ব্যবসা করুন। পদ্মা সেতু তৈরি করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নৈতিকতা শক্তিশালী ছিল বলেই। বঙ্গবন্ধু কোনো প্রকার অনৈতিকতার সঙ্গে আপস করেননি। আশা করি, আপনারা কোনো অনিয়ম করবেন না। অনিয়ম করলে পরে পস্তাতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
এতে বক্তব্য দেন- বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান, পরিচালক (গ্যাস) মোহম্মদ আলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, শরীফ আহমেদ, এ ডি এম জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার আব্দুল হাসনাত প্রমুখ।