অভিমান করে মায়ের আত্মহত্যা
রাজধানীর শাহজাহানপুরে মেয়ের সঙ্গে অভিমান করে মা সুমি আক্তার (৩৫) আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে সুমি আক্তারের পিতা আব্দুল জলিল বলেন, আমাদের বাড়ি ভোলার লালমোহন থানার চর লক্ষ্মী গ্রামে। আমার মেয়ে গুলবাগে হাজির বাড়িতে স্বামী পায়েল এবং সন্তানকে নিয়ে ভাড়া থাকত। আজ দুপুরের দিকে আমার নাতনি মাহী দুষ্টুমি করতে থাকে। এতে তার মা রেগে গিয়ে শাসন করার চেষ্টা করে। সন্তানকে শাসন করতে না পেরে অভিমানে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে ঘরের দরজা ভেঙে দেখি আমার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫) শাহজাহানপুরের গুলবাগে এ ঘটনাটি ঘটে।