বরগুনায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঘূর্ণিঝড় মোখার প্রভাবে

আজ রোববার সকাল থেকে বরগুনা উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে । এ কারণে মানুষের মধ্যে ঘূর্ণিঝড়ের আতঙ্ক আছে। কৃষিতে ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। গভীর সমুদ্রে যাওয়া মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরতে শুরু করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল আটটা থেকে বরগুনার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, তিনি ১২০ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছেন। এখন ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি হচ্ছে। এদিকে ধান পেকে কাটার উপযোগী হয়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর থেকে মাছ ধরার সব ট্রলার নিরাপদে উপকূলে ফিরেছে।