জয়ের পর যা বললেন লিওনেল মেসি
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন লিওনেল মেসি। শুধু গোলই নয়, পুরো ম্যাচে দারুণ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ জেতার পর মেসি বলেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা কঠিন ছিল।
রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে, আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। লিওনেল মেসির গোলের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে আরেকটি গোল করেন হুলিয়ান আলভারেজ।
খেলা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। এটি একটি উত্তেজনাপূর্ণ এবং কঠিন খেলা। আমরা বৃহস্পতিবার খেলেছি এবং বিশ্রামের সুযোগ পাইনি। আমরা জানতাম এটি একটি ফিজিক্যাল খেলা হতে চলেছে।
মেসি আরও বলেন, ‘সৌভাগ্যক্রমে আমরা দ্বিতীয় গোলটি করেছিলাম। আমাদের একটি গোল ছিল এবং তারপর এটি দুটি গোলে পরিণত হয়। তাই আমরা প্রতিরোধের মুখে পড়ি। কিন্তু এটাই বিশ্বকাপ এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল জয় নিয়ে মাঠ ছাড়া।
এদিকে, মেসি তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে গোল করলেন, শেষ ষোলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করেছেন তিনি। এর আগে আরও চারটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। তবে নকআউট পর্বে কখনো গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক।