খাগড়াছড়ির মহালছড়ি ধইল্লাপাড়া পাহাড়ে লাগানো গাঁজার ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে মহালছড়ি আর্মি ডিস্ট্রিক্ট মহালছড়ি জোনের বিজিতলা সাব জোনের অন্তর্গত ধইল্লাপাড়া এলাকায় টহল দেওয়ার সময় গাঁজার ক্ষেত দেখতে পায়। পরে তা পুড়িয়ে ফেলা হয়।
সূত্র জানায়, মাদক ব্যবসায়ীরা নিরাপদ এলাকা হিসেবে বেছে নিয়েছে ঘন জঙ্গল এবং অপেক্ষাকৃত কম জনসংখ্যার দুর্গম পাহাড়ি এলাকা। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অস্ত্র কেনা এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বেতন-ভাতা ও অন্যান্য প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। ধইল্লাপাড়া এলাকা দুর্গম হওয়ায় এলাকায় জনসাধারণের কোনো কার্যক্রম নেই বললেই চলে। গাঁজার ক্ষেতের সন্ধান পাওয়ার পরপরই মহালছড়ি এলাকায় একটি বাহিনী ক্ষেত ধ্বংস করে প্রায় ১২ থেকে ১৫ হাজার কেজি গাঁজা পুড়িয়ে দেয়।
অভিযানে জড়িতরা জানান, গাঁজা চাষের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গার স্থানীয় মাদক ব্যবসায়ী রবি চাকমা (৫৫) বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দল ইউপিডিএফ (মূল) এর সহায়তায় পাহাড়ে গাঁজা রোপন করেছিলেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত পালিয়ে যান।