রুশ সেনাদের মায়েদের সঙ্গে বৈঠক করেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেন যুদ্ধে লড়ে যাওয়া রুশ সেনাদের মায়েদের সঙ্গে এক বৈঠকে দেখা করেছেন। তিনি তাদের আশ্বস্ত করেন যে, আমরা আপনাদের কষ্ট অনুভব করছি। কোন কিছুই প্রিয়জন হারানোর কষ্ট মেটাতে পারে না।

ইউক্রেনে সংগঠিত অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত রয়েছে। কিছু সৈনিকদের মায়েরা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে তাদের ছেলেদের সামান্য প্রশিক্ষণ দিয়েই যুদ্ধে পাঠানো হয়েছে। তারা পর্যাপ্ত অস্ত্র পায় নি। শীতে যুদ্ধ করার জন্য গরম কাপড়ও পায় নি তারা।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার কয়েকজন সেনার মায়ের সঙ্গে দেখা করেন পুতিন। মস্কোর কাছে রুশ প্রেসিডেন্টের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুতিন ১৭ জন মায়ের সঙ্গে বসে কথা বলছেন। কোনো কোনো মা শোক প্রকাশে মাথায় কালো স্কার্ফ পরেছিলেন।

উদ্বোধনী বক্তৃতায় পুতিন বলেন, সন্তান হারানোর শূন্যতা কোনো কিছুই পূরণ করতে পারে না। রুশ প্রেসিডেন্ট এই সকল মায়েদের উদ্দেশে বলেন, আমি আপনাদের বলতে চাই, এই ব্যথা আমি এবং দেশের সব নেতা ব্যক্তিগতভাবে অনুভব করছেন।

পুতিন যুদ্ধে ছেলে হারানো একজন মাকে বলেন যে : “কিছু লোক অস্পষ্টতায়-অগোচরে ভদকা খেয়ে মারা যায়, কিন্তু আপনার ছেলে একটি বীরের জীবন যাপন করেছে এবং তার লক্ষ্য অর্জন করেছে।”

বৈঠকের বিষয়বস্তু মিটিং শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ক্রেমলিনে প্রকাশিত হয়।

এই মায়েরা রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। নারীদের মধ্যে অন্তত একজন পূর্ব ইউক্রেনের রুশ-অধিকৃত লুহানস্ক প্রজাতন্ত্রের বাসিন্দা। মস্কো এই বছরের শুরুতে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করেছিল।

ইউএস জেনারেল মার্ক মিলির মতে, ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে প্রায় এক লাখ রুশ সৈন্য ও সমসংখ্যক ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছিলেন।