প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জার্মান প্রস্তাব প্রত্যাখ্যান করল পোল্যান্ড

ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জার্মান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পোল্যান্ড জার্মানিকে সাফ জানিয়ে দিয়েছে যে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন নেই।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক তার দেশের পরিবর্তে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর জন্য জার্মানিকে প্রস্তাব দেন।

মারিউস একটি টুইটে লিখেছেন যে পোল্যান্ডের জন্য প্রস্তাবিত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ইউক্রেনে পাঠানো উচিত। দেশটির পশ্চিম সীমান্তে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা উচিত।

গত সপ্তাহে, একটি ক্ষেপণাস্ত্র পোলিশ ভূখণ্ডে পড়েছিল। এ ঘটনায় নিহত হন দুইজন। ঘটনার পর, জার্মানি দেশটির আকাশসীমা রক্ষার জন্য পোল্যান্ডে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেয়। কিন্তু পোল্যান্ড তা প্রত্যাখ্যান করে এবং পাল্টা প্রস্তাব দেয়।

তবে জার্মানিও পোল্যান্ডের প্রস্তাব গ্রহণ করেনি। তারা বলে যে প্রতিরক্ষা ব্যবস্থা শুধুমাত্র সেইসব এলাকায় প্রযোজ্য যেগুলো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। এটি ইউক্রেনে পাঠানো যাবে না কারণ ইউক্রেন ন্যাটোর সদস্য নয়।

ইউরোপ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এসব দেশ নিয়মিত অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। রাশিয়া অবশ্য শুরু থেকেই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে আসছে।