আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বললেন সৌদি কোচ
সৌদি আরব আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছে। গ্রিন ফ্যালকনরা তাদের কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছে আলবিসেলেস্তেদের বিরুদ্ধে ২-১ গোলের বিস্ময়কর জয়ের মাধ্যমে।
সৌদি কোচ কোচ হার্ভে রেনার্ড মন্তব্য করেছেন যে, কাতার বিশ্বকাপের সূচনা তারা যাদের হারিয়ে করেছে তারাই চ্যাম্পিয়ন হবে। তিনি আর্জেন্টিনা দলকে নিজেদের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেন । ফুটবলে যেকোনো কিছু হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি আরব থেকে আসা ফরাসি কোচ। সৌদিরা কেন জিতেছে জানতে চাইলে তিনি আকাশের দিকে ইঙ্গিত করে বলেন, তারারা আমাদের জন্য কাজ করে।
“আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং তাদের দলে ভালো খেলোয়াড় আছে,” তারকারা আর্জেন্টিনার হয়ে খেলবেন কিনা জানতে চাইলে তিনি একথা বলেন।
আর্জেন্টিনা কতদূর যেতে পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার করবে আর মেসি বিশ্বকাপ জিতবে।