ইউক্রেনের পাশে দাড়াবে যুক্তরাজ্য

রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে ৬ কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে শনিবার প্রথমবার কিয়েভ সফরে গিয়ে এ কথা বলেন তিনি।

সুনাকের সফর প্রসঙ্গে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় সুনাক নিশ্চিত করেছেন যে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রুশ হামলা থেকে রক্ষায় আকাশ প্রতিরক্ষা প্যাকেজ সহায়তা দেবে ব্রিটেন।

কিয়েভে আকস্মিক সফরে গিয়ে সুনাক বলেন, প্রতিরক্ষা সহায়তার মধ্যে ১২০টি বিমান বিধ্বংসী অস্ত্র, রাডার এবং ড্রোন বিধ্বংসী যন্ত্র রয়েছে। এগুলো দিয়ে ইরানের সরবরাহকৃত ড্রোন মোকাবিলায় সক্ষম হবে।
ইউক্রেনের জনগণের সাহসিকতার প্রশংসা করে সুনাক বলেন, ‘আপনাদের দেশে এসে আপনাদের সঙ্গে হতে পেরে সম্মানিত বোধ করছি। ইউক্রেনের জনগণ যে সাহসিকতা দেখিয়েছেন, তা বিশ্বের জন্য অনুপ্রেরণামূলক। ভবিষ্যতে আমরা আমাদের নাতি-নাতনিদের আপনাদের গল্প শোনাব।