জুয়ার আড্ডায় পুলিশের অভিযান, পালাতে গিয়ে এক জনের মৃত্যু

গাজীপুর মহানগরীতে জুয়ার আসরে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন (৪৫) খিলগাঁও এলাকার মৃত রাজা চৌকিদারের ছেলে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে পূবাইল থানার এসআই হুমায়ূন দুইজন কনস্টেবল নিয়ে ওই জুয়ার আসরে হানা দেন। টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আসার খবরে দৌড়ে পালাতে গিয়ে আক্তার হোসেন একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। পুলিশ চলে যাওয়ার পর রনি শেখের বাড়ির সামনে আক্তারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে পূবাইলের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আক্তার হোসেন জুয়ার আসরে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।

নিহতের বোন নাজমা বেগম বলেন, আক্তার হোসেন বিলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে পুলিশ দেখে অনেককে দৌড়াতে দেখেন। এ সময় তার ভাইও দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে সেখানেই মারা যায়।

খিলগাঁওয়ের একাধিক বাসিন্দা জানান, এক বছরের বেশি সময় ধরে এলাকার রাকিব মোল্লার নেতৃত্বে মফিজ, হুমায়ূন ও আমানউল্লাহ প্রতিদিন খেলাপাড়া পুকুরপাড়ে তাঁবু খাটিয়ে সন্ধ্যার পর জুয়ার আসর বসায়। বিভিন্ন জেলা থেকে জুয়াড়িরা ওই স্থানে জুয়া খেলতে আসেন। এলাকার মানুষ তাদের কাছে জিম্মি।

এ প্রসঙ্গে এসআই হুমায়ূন বলেন, তিনি রাতে ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন। স্থানীয়রা তাকে জুয়ার বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে যায়। পরে তিনি জানতে পেরেছেন, মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। সেখানে জুয়ার আসর বসানোর অভিযোগ ঠিক নয়।