রোবটিক্স নিয়ে গবেষণা ও উদ্ভাবনের স্বীকৃতি পেলেন চট্টগ্রামের কৃতিসন্তান সন্তান নোবেল

দীর্ঘ ৬ বছর রোবটিক্স নিয়ে গবেষণা, উদ্ভাবন ও কার্যক্রমের স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার কৃতিসন্তান সন্তান বিজ্ঞানী ও প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেল।

১৬ই নভেম্বর বুধবার সন্ধ্যায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে তাকে স্বীকৃতি সনদ দেওয়া হয়। জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মুনীর চৌধুরী নোবেলের হাতে সনদটি তুলে দেন।

তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেল বলেন, আমার মেধা, দক্ষতা ও পরিশ্রম মূল্যায়ন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে স্বীকৃতি সনদ প্রদান করায় আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়কে ধন্যবাদ জানাচ্ছি।

জাহেদ হোসাইন নোবেল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে বর্তমানে চীনের শেনডং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন।