লাল কাঁকড়ায় ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড
অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড দ্বীপে প্রতিবছর দেখা যায় কাঁকড়া বাহিনীর দল বেঁধে উপকূলে যাওয়ার দৃশ্য। আর যাদের পারাপারের জন্য বন্ধ করা হয়েছে শহরের রাস্তা। বানানো হয়েছে কৃত্রিম সেতু। এরিমধ্যে রাস্তা জুড়ে পড়ে গিয়েছে সাইনবোর্ড, বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো এনট্রি।
ক্রিসমাস আইল্যান্ড দ্বীপ শহরের রাস্তায় এখন কাকড়াদের লাল মিছিল। একের পর এক পেরিয়ে যাচ্ছে শহরের রাজপথ। তবে তেমন কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা তাদের নেই। রয়েছে ঘরে ফেরার তাগিদ। বংশবৃদ্ধির অভিযানে যারা এগিয়ে চলে সমুদ্র পথে। আপাতত অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের রাজপথ জুড়ে এই সব দায়িত্ববান কাঁকড়াদের বিরাট মিছিল।
তাদের অভিযান এমনই জোরদার যে রাস্তা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ওরা। এরিমাঝে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের যানবাহন চলাচল। এমনকি পথচারীদের যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করেছেন সেখানকার কর্তৃপক্ষ্। অনেকেই কাঁকড়ার দৌড়াত্ম্যে বন্দি হয়ে পড়েছেন ঘরেই। দরজা, অফিস, উঠোন, রাস্তা জুড়ে এখন শুধু কাঁকড়াদেরই আধিপত্য।
প্রতি বছর অক্টোবর নভেম্বরে তারা এগিয়ে যায় সমুদ্রের দিকে। প্রথমে পুরুষরা সমুদ্রে পৌছায় সবার আগে, সাথে নারীরা দল বেধে যাত্রা করে। সামনেই মিলনের মাস। তার আগেই ওদের পৌঁছতে হবে সমুদ্রে। এরপরেই কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের প্রজনন পর্ব। বংশবৃদ্ধি শেষে আবারো ঘরে ফিরবে তারা। বছর শেষে আবারো অংশ নেবে সৃষ্টির মহাযজ্ঞে।