গত বছর সারাদেশে ধর্ষণের শিকার ৮১০ জন

বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, গত বছর (২০২১) দেশব্যাপী ৮১০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য জানায়।

সারাদেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ জরিপ চালানো হয়। সংস্থাটি আরো বলেছে যে ২০২১ সালে গণধর্ষণের ২২৫টি, ধর্ষণের চেষ্টার ১৯২ টি, যৌন হয়রানির ৯৬টি এবং যৌতুকের ১১৪টি ঘটনা প্রত্যক্ষ করা গেছে।

জরিপটি ১৮ বছরের কম বয়সীদের কন্যা হিসাবে এবং ১৮ বছরের বেশি বয়সীদের নারী হিসেবে উল্লেখ করে। নারী ও কন্যাদের ধর্ষণের শিকার কন্যারা বেশি হয়েছে। কন্যাদের মধ্যে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বেশি যৌন নির্যাতনের শিকার হয়।   ধর্ষণের ক্ষেত্রে এই হার ৪৫%, গণধর্ষণ ৫২% এবং যৌন হয়রানি ৬৭%।

দলটি বলেছে যে শিশুরা বেশিরভাগই তাদের পরিচিত লোকের দ্বারা নির্যাতিত হয়, বিশেষ করে নিকটাত্মীয় এবং প্রতিবেশীরা।