পাকিস্তানকে ধ্বংস করতে চান ইমরান খান: শাহবাজ শরীফ
আন্দোলনের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ধ্বংস করতে চান গোটা পাকিস্তানকে বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের
লন্ডনে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের সঙ্গে তৃতীয় দফা আলোচনার পর তিনি এ মন্তব্য করেন।
শাহবাজ শরিফ বলেন, ইমরান খান পাকিস্তানকে ধ্বংসের যে নীল-নকশা করছেন, তা সফল হতে দেওয়া হবে না। যারা লংমার্চ করছে, তাদের একমাত্র গন্তব্য হল পরাজয়। চলুন আমরা পাকিস্তানের জন্য দোয়া করি, যাতে দেশটি সঠিক পথে চলতে পারে। কারণ এ মুহূর্তে আমাদের দেশ বড় সংকটে রয়েছে।
পিএমএল-এন সহ-সভাপতি মরিয়ম নওয়াজ তেহরিক-ই-ইনসাফের লং মার্চের নিন্দা জানিয়ে বলেন, তাদের এ আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। দেশে এ ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছিলেন ইমরান খান। এর পর সেই লংমার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছলে ইমরান খানের গাড়িবহরে গুলির ঘটনা ঘটে। এসময় পায়ে গুলিবিদ্ধ হন পিটিআই প্রধান।
এরপর আহত ইমরান খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্দেহভাজন হামলাকারীকেও সঙ্গে সঙ্গে গ্রেফতার করে পুলিশ। তিনি ইতিমধ্যে মধ্যে ইমরান খানকে হত্যাচেষ্টার কথা স্বীকারও করেছেন। গ্রেফতার ব্যক্তি বলছেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছিলেন। সেটি সহ্য করতে না পেরেই তিনি পিটিআই প্রধানকে হত্যার চেষ্টা করেন।
এতো ঘটনার পরও এ আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইমরান খান। ফের সরকারবিরোধী আন্দোলন শুরু করেছেন তিনি। ইমরান খান ভিডিও বার্তায় বলেন, যে কোনো পরিস্থিতিতে লংমার্চ চলবে।