বেদখল হওয়া পরিত্যক্ত সরকারি বাড়ি পুনরুদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশীতে দীর্ঘদিনের পরিত্যক্ত বেদখল হয়ে যাওয়া পাঁচটি সরকারি বাড়ি ফিরিয়ে নিয়েছে জেলা প্রশাসন১৫ নভেম্বর মঙ্গলবার সকাল  ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উচ্ছেদ অভিযান ঘটে। অভিযানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন কমিশনার ওমর ফারুক।

কমিশনার ওমর ফারুক বলেন, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা কমিটির ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি গুলোর অবৈধ দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি বাড়ির দখলদারদের উচ্ছেদ করে সম্পত্তি গণপূর্ত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ও সৌরজিৎ বড়ুয়া উপস্থিত ছিলেন।