ভারতের দম্ভ চুরমার করে দিয়ে ফাইনালে ইংল্যান্ড।

ইংলিশদের কাছে যেন কোনো পাত্তাই পেল না ভারতীয়রা। ইংল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে গেল রোহিত-কোহলিরা।

চলমান টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাট করেতে নেমে কোহলি ও হার্দিকের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৬৮। এরপরের ইনিংসে অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলসের ঝড়ো ব্যাটিংয়ের মুখমুখি হয় ভারত। বাটলার ও হেলস এই দুই ওপেনারের ৯৬ বলে ১৭০ রানের অতি মানবীয় ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে টস জিতে ফিলডিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানে ফেরেন লোকেশ রাহুল। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার রোহিত শর্মা।

আদিল রশিদ দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে কোনো সুযোগই দেননি। ১০ বলে মাত্র ১৪ রানে করে অউট হন তিনি।

এরপর হার্দিক পান্ডিয়াকে ও বিরাট কোহলি গড়েন ৬১ রানের পাটনারশিপ। ৫০ রান করে ফেরেন কোহলি। কোহলি ফেরার পরও তাণ্ডবলীলা চালিয়ে যান পান্ডিয়া। মাত্র ৩৩ বলের ইনিংসে তিন চার আর ৫টি ছক্কায় করেন ৬৩ রান। হার্দিক পান্ডিয়ার কাধে  ভর করে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে ভারত।