২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে বাবর আজম : গাভাস্কার
৯২ এর বিশ্বকাপে এর পুনরাবৃত্তি দেখছে পাকিস্তান। সেবার ও পুরো টুর্ণামেন্টে ব্যাপী ধুঁকতে থাকাদলটি কোন রকম রকমে গ্রুপ পর্ব অতিক্রম করে সেমিফাইনালে নিউজিল্যান্ড এর মুখোমুখি হয়েছিল। সবাইকে তাক লাগিয়ে দিয়ে সেবার ফাইনালে পৌঁছায় পাকিস্তান। এরপরের অংশটুকু জানা আছে সবারই। ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জেতার স্বাদ পায় পাকিস্তান।
সময়ের পরিক্রমায় বদলে গেছে অধিনায়ক বদলে গেছে আসর তবে বদলায়নি প্রতিপক্ষ বদলায়নি ভেন্যু। ৩০ বছর আগে মেলবোর্নে যে ইংল্যান্ডকে হারিয়েবিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান আবার সেই মেলবোর্নেই ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। বাবরের আজমের সামনে তাই ইতিহাসের হাতছানি।
বাবর আজম কি পারবেন পূর্বসূরী ইমরান খানের মতো মেলবোর্নে শিরোপা উঁচিয়ে ধরতে। তিনি যদি সে কাজটি করতে পারেন তাহলে ইমরান খানের মতো বাবরের হাতেই উঠবে সমগ্র পাকিস্তানের দায়িত্ব! দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে মজার ছলে এমনটাই মন্তব্য করেছিলেন সুনীল গাভাস্কার। গাভাস্কার বলছেন, ইমরান খানের মতো বাবরও বিশ্বকাপ জয়ের ঠিক ২৬ বছর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর, ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে সে।’
গাভাস্কার এই কথা বললেও আপাতত রাজনীতি নিয়ে ভাবার সুযোগ নেই বাবরের সামনে, বাবরের ভাবনার পুরোটাজুড়ে সম্ভবত আছে মেলবোর্নের ফাইনাল।