পাকিস্তানি ছবি ১০০ কোটি আয় করে চমকে দিল !

পাকিস্তানি ছবি  দ্য লেজেন্ড অব মওলা জাট মুক্তির ১৬ দিন পরও হুমড়ি খেয়ে সিনেমাটি দেখছেন দর্শক।

পাকিস্তানি সিনেমায় বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড—এমন দৃশ্য নতুন। এত বেশি আয়ের মুখ আগে দেখেনি অন্য কোনো পাকিস্তানি  সিনেমা। পাকিস্তানের ইন্ডাস্ট্রির সাপেক্ষে এই সিনেমার বাজেটও অকল্পনীয়।

সিনামাটির পরিচালক বিলাল লাশহারি।

সিনেমার শুটিং শুরুর সময় খবর  ছড়িয়েছিল, এর বাজেট ৫০ কোটি পাকিস্তানি রুপি। শুনে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি দর্শক। তাঁদের কাছে এ বাজেট এতটাই অকল্পনীয়।

এই প্রথম বিশ্বের ২৩টি দেশের ৪০০ হলে একযোগে মুক্তি পেল পাকিস্তানি কোনো সিনেমা। প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করতে থাকে দ্য লেজেন্ড অব মওলা জাট।

এত টাকা তুলে আনার মতো এত বড় বাজার তো পাকিস্তানের সিনেমার নেই। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বলছে, শেষ পর্যন্ত ৭০ কোটিতে গিয়ে দাঁড়ায় ছবির বাজেট। সিনেমাটি ১৩ অক্টোবর মুক্তি পায়। মাত্র ১০ দিনে পাকিস্তানি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে ১০০ কোটি পাকিস্তানি রুপি আয় করে জাট।

সিনেমার বাজেট ৫০ কোটি পাকিস্তানি রুপি শুনে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি দর্শক।

প্রথম সপ্তাহে শুধু পাকিস্তান থেকেই সিনেমাটি ১১ কোটি ৩০ লাখ রুপি আয় করে, এটিও ছিল নতুন রেকর্ড। এর আগে সালমান খানের সুলতান পাকিস্তান থেকে প্রথম সপ্তাহে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছিল। সমালোচকেরা বলছেন, ছবিটি দিয়ে পাকিস্তানি সিনেমার নতুন জন্ম হলো।