এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে, পূর্ণ নম্বরে!

করোনা মহামারির মধ্যে বিষয় ও নম্বর কমিয়ে গত বছর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল।

এ বছর এসব পরীক্ষায় নম্বর অর্ধেকের মতো রাখা হলেও গতবারের চেয়ে বিষয় বেড়েছে।

গতবার যেখানে শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।

এ বছর এগুলোর সঙ্গে বাংলা, ইংরেজি, গণিতসহ অধিকাংশ বিষয়ের পরীক্ষা হবে।

সরকারের নতুন সিদ্ধান্ত হলো, আগামী বছরের (২০২৩) এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সব বিষয়ে পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে।২০২৩ সালে এসএসসি এপ্রিলে, জুনে এইচএসসি, পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। অর্থাৎ আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মতো হবে এসব পাবলিক পরীক্ষা।

তবে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষাও এ বছরের (২০২২) মতো সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৫০ কর্মদিবস করে পাঠ্যসূচি পরিমার্জন করা হয়েছিল।

অন্যদিকে এ বছরের মতো ১৮০ দিনের পরিমার্জিত পাঠ্যসূচির ভিত্তিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

আগে প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষা হতো ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা হতো এপ্রিল মাসে।

কিন্তু আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা ওই বছরের জুনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।