৬২ রানে অল-আউট অস্ট্রেলিয়া, বাংলাদেশের রেকর্ড

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে তাঁরা। এটা বলা যায় তাদের লজ্জাজনক হার।

১২৩ রান তাড়ায় ১৩.৪ ওভারেই গুটিয়ে গেছে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো প্রতিপক্ষেরও এটি সর্বনিম্ন স্কোর।

৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব, ১২ রানে ৩টি নিয়েছেন সাইফউদ্দিন। নাসুম ২ উইকেট নিতে খরচ করেছেন ৮ রান।

এর আগে  অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি -টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ, যারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে অপরাজিত থেকে তাদের প্রথম সিরিজ জয় নিশ্চিত করেছে, চতুর্থ খেলায় তাদের পরাজয় থেকে দুটি পরিবর্তন এনেছে।মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন দলে আসেন।

ম্যাচের মাঝপথে মনে হচ্ছিল, কিছু রান কম হয়ে গেছে বাংলাদেশের। তবে আবারও যথেষ্টর চেয়ে বেশী কিছু হল সেটি। এ সিরিজেই সর্বনিম্ন রানের সম্বল নিয়ে জেতার রেকর্ড নতুন করে লিখেছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে এসে আবারও বদলে গেল সে রেকর্ডটা।