হাঙরের নতুন কাহিনী

উত্তর অস্ট্রেলিয়া ও নিউ গিনির সমুদ্র উপকূলে সমুদ্রের গভীর তলদেশে হাঙররা হেঁটে বেড়ায়।এরা সাদা হাঙরের মতো আকার-আকৃতিতে অতটা বড় নয়। খুবই ছোটখাটো চেহারার।

গবেষকরা জানিয়েছেন, এই বিশেষ প্রজাতির হাঙররা খুব বেশি দূর পর্যন্ত যেতে পারে না। এরা সমুদ্রের সুগভীর তলদেশে কোনো কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে থাকে।

সমুদ্রের গভীর তলদেশে যেখানে রয়েছে রাশি রাশি প্রবালপ্রাচীর, সেখানেই এরা হেঁটে বেড়ায়। এদের হাঁটতে সাহায্য করে পেলভিসের পাখনাগুলো সমুদ্রের গভীর তলদেশে সুউচ্চ প্রবালপ্রাচীরের ওপর কী আছে বা কোনো খাদ্য রয়েছে কি না, তা খুঁজে দেখতেই এরা এই পাখনাগুলো ব্যবহার করে সেখানে হেঁটে বেড়ায়।