স্পেশাল ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু
পবিত্র ঈদুল আজহা আর মাত্র দুই সপ্তাহ পরই উদযাপিত করবেন মুসলমানরা।বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে গোটা দেশে যখন লকডাউন চলছে, তাই সড়ক পথে পর্যাপ্ত কোরবানির পশু রাজধানীতে আসবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা দেখা দিয়েছিল।বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পরিচালনায় কোরবানির পশু পরিবহনে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশেষ ক্যাটল স্পেশাল নামে ট্রেন।মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান।তিনি জানান, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে ।
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ৬টায়।