খুঁজে পাওয়া যাচ্ছে না রাশিয়ার উড়োজাহাজ
মঙ্গলবার রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলে ২৯ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজটি কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাচ্ছিল। পথে উড়োজাহাজটি নিখোঁজ হয়।
ট্রান্সপোর্ট প্রসিকিউটর বলেন,” উড়োজাহাজটিতে মোট ২৯ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ২৩ জন যাত্রী। আর ৬ জন ক্রু। নিখোঁজ উড়োজাহাজটির ব্যাপারে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছে। এই মুহূর্তে তাঁরা যা জানেন, তা হলো উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।”
স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি উড়োজাহাজটি পরিচালনা করে আসছিল। উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের মধ্যে শিশুও আছে বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে।