১৪ ই জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা
চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৪ই জুলাই পর্যন্ত করেছে সরকার।আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ই জুলাই মধ্যরাত থেকে ১৪ই জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো প্রজ্ঞাপনে বলা হয়েছে।
করোনার সংক্রমণের হার বৃদ্ধি হওয়ায় ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এতে জরুরি পরিষেবা ব্যতীত সব ধরনের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, সব ধরনের যন্ত্রচালিত গণপরিবহন, মার্কেট শপিং মল বন্ধ ঘোষণা করা হয়। প্রয়োজন ব্যতীত বাইরে বের হতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।আর সেভাবেই চলছিল লকডাউন কিন্তু সংক্রমনের হার না কমায় আবার তা বাড়িয়ে ১৪ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।