কঠোর লকডাউন মানতে র্যাবের বিশেষ অভিযান
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোরভাবে চলছে লকডাউন। লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ জনগনকে মানাতে শহরের পাশাপাশি পাড়া-মহল্লায়ও অভিযান পরিচালনা করবে র্যাব।
শনিবার বেলা ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে লকডাউনে কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন।এ সময় তিনি আরো বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন এমন অনেকেই সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, লকডাউনের নিয়ম না মানায় দেশব্যাপী ৪ শতাধিক ভ্রম্যমান কোর্ট পরিচালনা করে চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন চায়ের দোকানে ,বাজারে গণজমায়েত দেখা গেছে। তাই সবার প্রতি অনুরোধ পরিবারের কথা বিবেচনা করে হলেও এই ক’দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখানে আসার আগে ১০টি চেকপোস্ট পরিদর্শন করেছি।আজ থেকে পাড়া-মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করা হবে।নাগরিকদের অনুরোধ করবো পাড়া-মহল্লায় আপনারা জমায়েত না হওয়ার জন্য।
তিনি আরো বলেন, এখন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন দেয়া হয়েছে। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অতি জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।