ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন
ঢাকায় কোনো ট্রেন ঢুকবে না, বেরও হবে না। আজ রাত ১২টার পর থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না।রেলকে দুই অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণার কারণে আগে থেকেই ওই অঞ্চলে ট্রেন চলাচল কমে যায়।
বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না। ঢাকার পথে কিছু আন্তনগর ট্রেন চলাচল করতো। নতুন সিদ্ধান্তের ফলে পশ্চিমাঞ্চলে আর কোনো ট্রেনই চলবে না। অন্যদিকে পূর্বাঞ্চলেও তিনটি পথ বাদে বাকি সবই বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এই বিধিনিষেধ চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।