বাংলা গানের দৌরাত্ম্য

শিল্পীরা একটি গানের জন্য সম্মানী পান ৫ থেকে ৫০ হাজার টাকা! তাহলে হিসাব মেলাতে কষ্ট হবে না কারও। অথচ বিশ্বসংগীত এখন অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। গান শোনা ও ক্রয়ের প্রবণতা অন্য যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। বাংলা গানের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো।

জার্মান ডেটাবেইস কোম্পানি স্টাটিসটা জানাচ্ছে, ২০০০ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী স্ট্রিমিংয়ের সাবস্ক্রাইবার ছিল ৪০ কোটি। ২০১৯ সালের প্রথমার্ধে এ সংখ্যা ছিল ৩০ কোটি ৫০ লাখ। এর একটি উল্লেখযোগ্যসংখ্যক শ্রোতা অর্থের বিনিময়ে গান শোনেন। নতুন গান বের হলে এখনো ডিজিটাল অ্যালবাম বিক্রির হিড়িক পড়ে যায়। যেমন গত এপ্রিলে প্রকাশিত টেলর সুইফটের অ্যালবাম ফিয়ারলেস এক সপ্তাহে বিক্রি হয়েছে ২ লাখ ৯১ হাজার কপি।

বাংলাদেশে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো স্ট্রিমিং নিয়ে ততটা ভাবেনি বললেই চলে। তারা বরং বেছে নিয়েছে ভিডিও দেখার মাধ্যম ইউটিউবকে। সেখানে গান শোনানোর বদলে শুরুতে হতো দেখানো। পরে নাটক চালিয়ে আয় এবং টিকে থাকতে তৎপর সংগীতা, সাউন্ডটেক, লেজার ভিশন, জি সিরিজের মতো সংগীত প্রযোজক বেশ কিছু প্রতিষ্ঠান। বাংলা গানের জন্য পেশাদার ও লাভজনক স্ট্রিমিং প্ল্যাটফর্ম করা গেল না কেন? গানচিল মিউজিকের স্বত্বাধিকারী ও গীতিকবি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মনে করেন, “দূরকল্প ও ইচ্ছার অভাব, গানের মানুষদের বহু বিভক্তি এর প্রধান কারণ।“

পরিচিতি, জনপ্রিয়তা ও বাজারের ওপর ভিত্তি করে কোনো কোনো শিল্পী গান করার জন্য ৫ থেকে ৫০ হাজার বা ১ লাখ টাকা সম্মানী নেন। পরে সেই গান থেকে বেশির ভাগ ক্ষেত্রে কোনো রয়্যালটি তিনি পান না। যা কিছু প্রাপ্তি, যোগ হয় প্রযোজকের পকেটে। এমনকি রেডিও, টেলিভিশন, মঞ্চ, মুঠোফোনের ভিএএস, কোনো ক্ষেত্রেই যথাযথ সম্মানী পান না শিল্পী, গীতিকবি, সুরকার বা যন্ত্রসংগীতশিল্পীরা। এসব কি কাম্য? সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘এসব প্ল্যাটফর্ম থার্ড পার্টির মাধ্যমে দিনের পর দিন ব্যবসা করেছে। তখন তারা কাউকে জবাবদিহি করেনি, লভ্যাংশ নিয়েছে। একপর্যায়ে সিদ্ধান্ত হয়, থার্ড পার্টির কাছ থেকে গান নেওয়া যাবে না, প্রযোজনা প্রতিষ্ঠানকে গান দিতে হবে।

অনলাইনে গান শোনা বা স্ট্রিমিং থেকে আয়ের পথ সুগম হলে হয়তো এ চিত্র হতো কিছুটা ভিন্ন। জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিকের মতো কিছু প্রতিষ্ঠান সে চেষ্টা করে শিল্পীদের সন্তুষ্ট করতে পারেনি। এমনকি ঘোষণা দিয়ে বন্ধ হয়ে যায় ইয়োন্ডারের কার্যক্রম। তবে আশার কথা হচ্ছে, এরই মধ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্রতিষ্ঠান স্পোটিফাই। এতে যুক্ত হলে হয়তো বাংলা গানের শিল্পীদের গান থেকে আয় নিয়ে কিছুটা স্বস্তি তৈরি হতে পারে।