মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত
স্পেনে মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার এ কথা জানান। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। সানচেজ বার্সেলোনা সফরে গিয়ে এ তথ্য জানান। ২৬ জুন থেকে বাইরে গেলে মাস্ক পরার আর কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না।
গত বছরের মে মাসে গণপরিবহনে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেশটি। পরের সপ্তাহে ছয় বছরের অধিক বয়সী সবার জন্যই বাইরে রাস্তায় চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। কেউ এই নিয়ম ভাঙলে জরিমানার বিধান করা হয়।এ বছরের শুরুর দিকে স্পেনের সৈকতে সব সময় মাস্ক পরার জন্য আইন করা হয়। তবে তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে সামাজিক দূরত্ব বজায় রাখলে মাস্ক পরার বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়।