মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। সম্প্রতি ৩টি পদে মোট ৩৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: প্রোগ্রামার, পদের সংখ্যা: ১
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান বা সিএসই/আইসিটি বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আইটিইএস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেশাগত কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে।
সাকল্যে বেতন- ৫৬,৫২৫ টাকা।
পদের নাম: সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা: ১
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান বা সিএসই/আইসিটি বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয় ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পেশাগত কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে।
সাকল্যে বেতন- ৩৫,৬০০ টাকা
পদের নাম: তথ্যসেবা কর্মকর্তা, পদের সংখ্যা: ৩৭
আবেদনে যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারবিজ্ঞান বা সিএসই/আইসিটি বিষয়ে ডিপ্লোমা পাস। বেসিক আইটি প্রশিক্ষণ থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সাকল্যে বেতন- ২৭,১০০ টাকা
আবেদনের নিয়ম
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুলাই পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা (http://erecruitment.bcc.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।