মসজিদের অজুখানার ছাদে যুবকের লাশ
শুক্রবার সিরাজগঞ্জে প্লাস দিয়ে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাজিব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার শাহেদনগর ব্যাপারী পাড়ার জামে মসজিদের অজুখানার ছাদে এ ঘটনা ঘটে। সকালে নির্মাণশ্রমিকেরা কাজ করতে এসে মসজিদের অজুখানার ছাদে ওই যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
অজুখানার ছাদে বৈদ্যুতিক তার প্লাস দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তার কাটার কাজে ব্যবহৃত প্লাস উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে রাতের অন্ধকারে একাধিকবার মসজিদের বিদ্যুৎ–সংযোগের তার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এবারও মসজিদের বিদ্যুৎ–সংযোগের তার চুরি করে নেওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।