দুই হাজার কিলোমিটার পাড়ি দিল গন্ডার

তাইওয়ানের একটি গন্ডার দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে জাপানে নেওয়া হয়েছে। তাইওয়ানে থাকাকালীন সঙ্গী কেউ ছিল না। তারপর নেওয়া হয়েছে জাপানের সাইতামা তাবু চিড়িয়াখানায়। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মোরানের। মোরান একটি পুরুষ গন্ডার। আর তাইওয়ানের গন্ডারটি নাম ছিল এমা, নারী গন্ডার।

এমাকে পুরুষ বন্ধু মোরানের কাছে নেওয়ার আরেক কারণ অবশ্য রয়েছে। সেটা হলো প্রজনন। এশিয়ায় সাদা গন্ডারের সংখ্যা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বন্য প্রাণী নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ওয়াইপ ফান্ড ফর নেচারের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এখন রয়েছে ১৫ হাজার সাদা গন্ডার।