বিড়ল প্রজাতি সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন বাজারে বিড়ল প্রজাতি লাল চোখের একটি সাপ উদ্ধার করা হয়েছে। বাজারের কাঁঠালের গাড়ি থেকে এই সাপ উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির নাম  আইড ক্যাট স্নেক ।

শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকা থেকে ট্রাকে করে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে কাঁঠাল নিয়ে আসা হয়েছিল। শ্রমিকেরা যখন ট্রাক থেকে কাঁঠাল নামাচ্ছিলেন, তখন তাঁদের চোখে সাপটি ধরা পড়ে। এতে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক বলেন,” সাপটি আমি এর আগে আর দেখিনি। বড় বড় লাল চোখের সাপ। পরে প্রাণী বিশেষজ্ঞ একাধিকজনের কাছে সাপটি পাঠিয়েছি। তাঁরা জানিয়েছেন, এটি একটি বিপন্ন ও মৃদু বিষধর সাপ।”

সাপটিকে পরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।