পরিক্ষার খাতায় বজ্রপাত
সাম্প্রতিক সময়ে বজ্রপাত আশঙ্কাজনকভাবেই বেড়েছে। বজ্রপাত থেকে বাঁচতে রয়েছে একাধিক উপায়। একটু সতর্ক হলেই নিজের সঙ্গে অন্যদের প্রাণ বজ্রপাত থেকে রক্ষা করা সম্ভব। সম্প্রতি নেট দুনিয়ায় বজ্রপাত নিয়ে নতুন মোড় নিয়েছে। একটি এমসিকিউ প্রশ্ন পত্রে বজ্রপাত নিয়ে করা হয়। সেখান থেকেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।
প্রশ্নটি ছিল “সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয়”?
- ভারতীয় সিরিয়ালে
- গুলিস্তানে
- রাজশাহীতে
- উপরের কোনোটিই নয়
পরিচালকের মতে, গল্পের নাটকীয়তা বাড়লেই বজ্রপাতের মতো আবহ শোনা যায়। রূপকের কথা থেকে জানা যায়, এছাড়া পাঠকের মনোযোগ বৃদ্ধি করতে এমন শব্দের প্রয়োগ হয়।