নিষিদ্ধ হলেন রবিনসন

অভিষেক ম্যাচেই শাস্তি পাচ্ছেন ইংলিশ পেসার রবিনসন। বর্ণবাদী ও যৌন বিদ্বেষ টুইটে শাস্তি পাচ্ছেন। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের রায় আসার পর কী শাস্তি পাবেন সেটি পরের ব্যাপার, আপাতত তদন্ত চলাকালেও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকছেন লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আসা রবিনসন।

আট বছর আগে ২০১২ ও ২০১৩ সালে বিদ্বেষমূলক কিছু টুইট করেছিলেন রবিনসন। ইসিবির নৈতিকতা কমিটি এখন তদন্ত করে দেখবে, ওই টুইটগুলো করার সময় ইংলিশ কোনো কাউন্টির সঙ্গে ১৮-১৯ বছরের রবিনসন চুক্তিবদ্ধ ছিলেন কি না। চুক্তিবদ্ধ থেকে থাকলে তাঁর বিষয়টি চলে যাবে স্বাধীন এক ক্রিকেট শৃঙ্খলা কমিটির কাছে। আর সে সময়ে রবিনসন কোনো কাউন্টির সঙ্গে চুক্তিবদ্ধ না থাকলে ইসিবি তদন্তের দায়িত্ব নিয়ে নেবে।

রবিনসনের শাস্তির ঘোষণা আসার পর রুটের প্রতিক্রিয়া, ‘ওলি খুব কঠিন একটা শিক্ষা পেল। ও যেটা করেছে সেটা অগ্রহণযোগ্য। তবে ও ড্রেসিংরুমে সবার কাছে, আর বাইরে পুরো বিশ্বের সামনে ভুলের দায় নিজের কাঁধে তুলে নিয়েছে। ওর যে অনুতাপ হচ্ছে, সেটা ওকে দেখে বোঝা যায়। কিন্তু আমাদের সব সময়ই যত বেশি সম্ভব শেখার আর শেখানোর পথ খোলা রাখতে হবে, খেলাটাকে যত বেশি সম্ভব বৈচিত্র্যপূর্ণ রাখতে হবে।