বজ্রপাতে চারজনের মৃত্যু
রাজশাহীর চারঘাটে চক কাপাশিয়া গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। দুই জন আহত হয়েছে। নিহত দুই নারী হচ্ছেন চক কাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও কাবিল আলীর স্ত্রী আলিয়া বেগম (৬০)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে মারা গেছেন মাহফুজ আলীর ছেলে সোহান (১০) ও মো. জনির ছেলে পরশ আলী। তাদের সবার বাড়ি একই গ্রামে। আহত দুজন হচ্ছে উকিলের ছেলে ভুট্টু (১৮) ও আজম আলীর ছেলে জীবন (৮)।
স্থানীয় এক বাসিন্দা বলেন,” বিকেলে বৃষ্টির আগে হালকা একটা বাতাস উঠেছিল। তখন ওরা বাগানে আম কুড়াতে গিয়েছিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে সবাই একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিল। ওইখানে বজ্রপাত হয়েছে। ওরা সবাই গড়াগড়ি দিচ্ছিল এটা দেখে পাশের বাড়ির লোকজন এসে জীবিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।“
চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহমেদ জানান, সোমবার বিকেল চারটার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে চক কাপাশিয়া গ্রামের এই নারী ও শিশুরা বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।