ছুটি চান সাকিব -তামিম রা
সামনে জিম্বাবুয়ে সফর। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলা হবে। তবে একাধিক সিনিয়র ক্রিকেটার এই সফরে নাও যেতে পারে। শোনা যাচ্ছে, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটাররা বোর্ডের কাছে ছুটি চাইবেন। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত।
জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন,” ‘অন্য দলগুলোর কথা যদি হিসাব করেন তাহলে দেখা যায় খেলোয়াড়দের ছুটি দেওয়ার একটা ব্যাপার আছে। এরকম ছুটির আবেদন আসলে বিবেচনা করে দেখা যেতে পারে। অবশ্যই এই বিবেচনা অবশ্যই বোর্ডের, সিদ্ধান্ত বোর্ড থেকেই আসবে এবং আমাদের জানানো হবে এটা আমরা করতে পারি কি না।”
রাজ্জাক বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বায়োবাবলে থাকা। যারা নিয়মিত তিন ফরম্যাটে খেলছে তাদের কথা চিন্তা করুন, কতদিন ধরে বায়োবাবলে আছে। আসলেই কঠিন সময় পার করছে। আমরা শুধু পারফরম্যান্স দেখতে চেষ্টা করি। কিন্তু এটাও বিবেচনা করা উচিৎ। যারা ক্রিকেট নিয়ে কথা বলে তাদেরও ব্যাপারটা হিসাব করা উচিৎ। তাই একটু ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো যায়।