১০ জুন সূর্যগ্রহণ
চলতি বছরের ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। দেখা যাবে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। সূর্যগ্রহণের ফলে আকাশের কোলে সৌন্দর্য বিচ্ছুরিত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ সময় কেবল একটি বলয় দৃশ্যমান থাকবে। যাকে বলে রিং অব ফায়ার । আগুনের বলয় দেখা যাবে রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে গ্রিনল্যান্ড থেকে। ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও সূর্যগ্রহণ দেখা যাবে।