ফাঙ্গাস ছত্রাকে আক্রান্ত রোগীর মৃত্যু
শুক্রবার নেপালে ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল এই খবর গণমাধ্যমে জানান। নেপালে বর্তমানে অন্তত ১০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী রয়েছে।
ভারতে মরণব্যাধী এই রোগটি হাজারের অধিক কভিড-১৯ রোগীকে সংক্রমিত করেছে। ইতোমধ্যে দেশটিতে অনেকেই মারা গেছেন। তবে নেপালে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। নেপালে গতকাল ৩ জুন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যান ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা।