নৌবাহিনীর জাহাজে আগুন
ইরানের নৌবাহিনীর একটি জাহাজ আগুন লেগে ডুবে গেছে। ২০ ঘণ্টারও বেশি সময় চেষ্টা করা হয়। জাহাজটি একটি প্রশিক্ষণ মিশন পরিচালনা করছিল। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খার্গের নাবিকরা নিরাপদেই বের হতে পেরেছেন। এখনো পর্যন্ত জাহাজে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
২০ ঘণ্টার বেশি সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করা হয়। একটি ছবিতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরে জাহাজের ক্রুরা ছোটাছুটি করছে। জাহাজটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুন লাগার সময় জাহাজটি ৪০০ ক্রু ছিল বলেও জানিয়েছে তারা। তবে তাদের সবাইকে নিরাপদেই সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে তৈরির পর ১৯৭৭ সালে জাহাজটি পানিতে নামে। খার্গ যেখানে ডুবেছে তার কাছেই হরমুজ প্রণালী যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেন।