শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট পরিকল্পনার দাবিতে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় রাজু ভাস্কর্যে ‘প্রতীকী খাটিয়া মিছিল’-এর ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী জুন মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে রাজপথ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকালে রাজধানীর নীলক্ষেতে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে তাঁরাও মিছিল বের করেন।

আন্দোলনকারীরা বলেন, “টিকা দিয়ে ক্যাম্পাস খুলে দিলে কিভাবে ও কবে তা দেওয়া হবে সেটি জানাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। না হলে সব কিছু  যেভাবে স্বাভাবিক চলছে সেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দিতে হবে। শপিং মল-গার্মেন্ট-দোকানপাট সব খোলা। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের আচরণে মনে হচ্ছে করোনার উত্পত্তিস্থল এই শিক্ষাপ্রতিষ্ঠান।”