চকলেট ব্যাঙ
অস্ট্রেলিয়ার একদল গবেষক বিশেষ এক প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন। নতুন সন্ধান পাওয়া এ প্রজাতির ব্যাঙের ত্বকের রং গাঢ় খয়েরি। চকলেট রঙের কারণে এ প্রজাতিকে চকলেট ব্যাঙ নামে ডাকা হচ্ছে। বিশেষ এ রঙের কারণে গবেষকেরা এর নাম দিয়েছেন চকলেট ব্যাঙ। নিউগিনির নিম্নাঞ্চলে ব্যাঙের সন্ধান পাওয়া গেছে।
এ বিষয়ে গবেষক পল অলিভার এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ায় সাধারণত লিটোরিয়া ক্যারুলেয়া প্রজাতির গেছো ব্যাঙ পাওয়া যায়। এদের গায়ের রং সবুজ। নতুন সন্ধান পাওয়া প্রজাতিটি লিটোরিয়া ক্যারুলেয়া প্রজাতির সমগোত্রীয়। অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্বাঞ্চল এবং নিউগিনিতে প্রচুর চিরহরিৎ বন রয়েছে। এসব বনে সবুজ রঙের গেছো ব্যাঙ পাওয়া যায়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার গবেষকেরা ২০১৬ সালেই একটি চকলেট ব্যাঙ দেখেছিলেন।
চকলেট ব্যাঙ দেখতে চমৎকার। উষ্ণ আবহাওয়ায় এদের বসবাস।