ছেলে দুটোকে বদল করতে চান শাহনাজ খুশি

শাহনাজ খুশি আর বৃন্দাবন দাস দম্পতির দুই ছেলে সৌম্য আর দিব্য ইতিমধ্যে অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি পোস্ট করে শাহনাজ খুশি লিখেছেন, ‘ভাবছি ছেলে দুটো বদলে দুটো মেয়ে নেব।’এর উত্তরে তিনি বলেন,” একটা মেয়ে হলে যে কী ভালো হতো! ছেলেরা কী আর মায়ের কষ্ট বোঝে? আসলেও বোঝে না কিন্তু। “

গ্রামীণ নাটকে শাহনাজ খুশির অভিনয় করে মন জয় করেছে বাংলার সব মানুষের। খুশি আর চঞ্চল চৌধুরির জুটি নাটকের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটকে  তারা অভিনয় করলেন। সেই চিরচেনা খুশির গ্রামের সবার সঙ্গে কোমরে ওড়না বেঁধে ঝগড়া করা দেখা যাবে নাটকে।