হঠাৎ করে জ্বর দেখা দিয়েছে খালেদা জিয়ার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন,” ম্যাডামের শারীরিক অবস্থা কেমন তা জানতে চাইছেন। মোটামুটিভাবে তাঁর শরীরের অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, সেগুলো আগের মতোই আছে। অন্যদিকে গতকাল থেকে তাঁর জ্বর দেখা দিয়েছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন যে হঠাৎ করেই কেন জ্বর এসেছে। বৃহস্পতিবার রাত থেকে জ্বরের চিকিৎসা শুরু হয়েছে। এরই মধ্যে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সরকারের অনুমতি না পাওয়ায় তা থমকে গেছে। ”
শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ৩ মে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। পরে তাঁর বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে ৫ মে সরকারের কাছে আবেদন করেন তাঁর ভাই শামীম এস্কান্দার। তবে সরকার সে আবেদন নাকচ করে দেয়।