হারিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতেও ব্যর্থ সাকিব। মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি। বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে দলকে বিপদে ছেড়ে আসেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। চামিরার শর্ট বলে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে সাকিব ধরা পড়েন রমেশ মেন্ডিসের হাতে। গোটা সিরিজেই ছিলেন ব্যর্থতার বেড়াজালে। ব্যাটসম্যান সাকিবের দেখা মিললো না।
শেষ ওয়ানডের আগে মাহমুদউল্লাহ জোর গলায় বলেছিলেন, তিনি নিশ্চিত শেষ ম্যাচে রান পাবেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও আশায় ছিলেন ব্যাটসম্যান সাকিবের ঝলক দেখার। কিন্তু হলো না। ৩ম্যাচে মাত্র ১৯ রান তার ব্যাটে দেখা মেলে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে বাংলাদেশকে করতে হবে ২৮৭ রান। কুশল পেরেরা খেলেছেন ১২০ রানের অসাধারণ ইনিংস। আর সময়োপযোগী ব্যাট করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। চমৎকার ব্যাটিংয়ে অপরাজিত থাকেন ৫৫ রানে। ৭০ বলের ইনিংসটি তিনি সাজান ৪ বাউন্ডারিতে। মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে একাদশে জায়গা পেয়ে নিজেকে চিনিয়েছেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ৪৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট।