বাঁধে ভাঙন ঠেকাতে বন্ধুদের আপ্রাণ চেষ্টা
বুধবার দুপুরে ভোলা জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোরার হাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধে ভাঙন দেখা দেয়। বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। খবর পেয়ে ভোলা বন্ধুসভার বন্ধুরা। বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ামাত্রই এলাকাবাসী ও বন্ধুসভার বন্ধুদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জোয়ারের পানি আটকাতে সক্ষম হয় তারা।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ধনিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের কোরার হাটবাজার–সংলগ্ন বাঁধ পানির চাপে ভাঙন সৃষ্টি হয়। মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকে পরেছে এলাকায়।
ভোলা পানি উন্নয়ন বোর্ড জনান,” ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত পরিদর্শন করে বাঁধ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।” ভোলা বন্ধুসভার সভাপতি এম আনোয়ার হোসেন বলেন, “আমরা বন্ধুসভার বন্ধুরা ঘূর্ণিঝড় ইয়াসের সচেতনতামূলক প্রচারণায় তুলাতুলি এলাকায় অবস্থান করছিলাম। বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ামাত্রই এলাকাবাসী ও বন্ধুসভার বন্ধুদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি তাৎক্ষণিক সংস্কারের চেষ্টা চালাই। কয়েক ঘণ্টা পর জোয়ারের পানি আটকাতে সক্ষম হই।“