এলিট ক্লাবে তামিম ইকবাল খান
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম খেলেছেন ৫২ রানের ইনিংস। ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় তামিম নিজের ইনিংসটি সাজিয়েছেন। এই ইনিংস খেলার পথে ওপেনার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান সনাথ জয়াসুরিয়ার। ওপেনারের রান সংখ্যায় দশম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৭ সালে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় তামিমের। এরপর তিন ফরম্যাট মিলিয়ে তিনি খেলেছেন ৩৫৫ ম্যাচ।
রান সংখ্যায় শীর্ষ ১০ ওপেনার:
- সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা): ১৯ হাজার ২৯৮ রান
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ১৮ হাজার ৮৩৪ রান
- গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা): ১৬ হাজার ৯৫০ রান
- ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ): ১৬ হাজার ১২০ রান
- বীরেন্দর শেবাগ (ভারত): ১৬ হাজার ১১৯ রান
- শচীন টেন্ডুলকার (ভারত): ১৫ হাজার ৩৩৫ রান
- অ্যালিস্টার কুক (ইংল্যান্ড): ১৫ হাজার ১১০ রান
- ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া): ১৪ হাজার ৮২৫ রান
- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ১৪ হাজার ৮০৩ রান
- তামিম ইকবাল (বাংলাদেশ): ১৪ হাজার ১১ রান