কওমি মাদ্রাসার ক্লাস শুরু

আরবি শাওয়াল মাসের প্রথম সপ্তাহ থেকে মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়। করোনাভাইরাসের কারণে সরকারি বিধিনিষেধ থাকায় কিছু প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি করাচ্ছে। রমজানের পর থেকে কওমি মাদ্রাসাগুলোতে একাডেমিক ক্যালেন্ডার শুরু হয়। সে হিসেবে কিছু মাদ্রাসায় অনলাইনে ও কিছু প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি নেওয়া হচ্ছে।

ভর্তি প্রক্রিয়া শুরু হলেও সরকারের অনুমতি পাওয়ার পরই ক্লাস শুরু হবে, বলেছেন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির একাধিক সদস্য।যাত্রাবাড়ী, ঢালকানগর, ফরিদাবাদ, মিরপুর এলাকার কিছু মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে। শুরুতে অনলাইনে হলেও আজ শনিবার (২২ মে) থেকে সরাসরি ভর্তি নেওয়া হচ্ছে।

বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার পরিচালক মুফতি জাফর আহমাদ বলছিলেন, ছাত্রদের নতুনবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হলেও ক্লাস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা যেহেতু অধিকাংশই আর্থিকভাবে দুর্বল ও অনেক দূর থেকে এসে পড়াশোনা করে, সেক্ষেত্রে তাদের মাদ্রাসায় এসে আবার বাড়ি ফেরাটা ব্যয়সাপেক্ষ। সেক্ষেত্রে অনুমোদন পেলেই ক্লাস শুরু হবে।