ইঁদুরের আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া
গত কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল জুড়ে ইঁদুরের উপদ্রব বেড়েছে। ফসলের মাঠ আর বাড়িঘরে লাখ লাখ ইঁদুর ঠেকাতে বিষ প্রয়োগের পরিকল্পনা করছে নিউ সাউথ ওয়েলস রাজ্য। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী এই সপ্তাহে বলেছেন, ভালো ইঁদুর কেবল মৃত ইঁদুর। ভিক্টরিয়া সীমান্ত থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত পুরো এলাকায় ফসলের মাঠ আর বাড়ির অভ্যন্তরে ইঁদুরের বিচরণে লাখ লাখ ডলারের ক্ষতি হচ্ছে।
বৃহস্পতিবার কর্মকর্তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর মারার রাসায়নিকের পাঁচ হাজার লিটার কেনা নিশ্চিত করেছেন। তবে এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি সব নাগরিক। অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন ইঁদুর মারতে বিষ প্রয়োগ করা হলে তা স্থানীয় বণ্যপ্রাণীকে আক্রান্ত করতে পারে।বিগত কয়েক বছরের মধ্যে নিউ সাউথ ওয়েলসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ২০২০ সালে। ফলে ফসল উৎপাদিত হয়েছে রেকর্ড পরিমাণ।