পিএসএল নয় ডিপিএল খেলবেন সাকিব

করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া পিএসএল আবার শুরু হওয়ার কথা জুনের শুরুর দিকে।বদলি ড্রাফটে পিএসএলের ষষ্ঠ আসরে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব, মাহমুদউল্লাহ ও লিটন দাস। সাকিবকে নেয় লাহোর কালান্দার্স, মাহমুদউল্লাহকে মুলতান সুলতানস ও লিটনকে করাচি কিংস। তবে সাকিব পিএসএল না ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলবেন। মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের মাধ্যমে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন সাকিব।

৩১ মে থেকে টি–টোয়েন্টি সংস্করণের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলাম বলেছেন, “সাকিবের স্বাক্ষরিত একটা চিঠি আমরা আজ সিসিডিএমে জমা দিয়েছি। চিঠিতে সাকিব লিখেছে তিনি আমাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহী।“২০১৯–২০ মৌসুমের সেই লিগই এবার নতুন করে হবে টি–টোয়েন্টি সংস্করণে।