কোভিড এর ভবিষ্যৎবাণী করেছিলেন
৮ বছর আগে ২০১৩ সালে করোনাভাইরাস নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এক টুইটার ব্যবহারকারী। আট বছর আগে ২০১৩ সালে টুইটটি যিনি করেছিলেন তিনি কোনও জোতিষী নন। মার্কো নামের ব্যক্তি টুইটারে ইংরেজিতে লিখেছিলেন, “করোনা ভাইরাস এটি আসছে”৷
টুইটার ব্যবহারকারীরা মার্কোর প্রোফাইলে দেখতে ঝাঁপিয়ে পড়ছেন। কিন্তু ২০১৬ সালের ১১ ডিসেম্বরের পরে তিনি আর কোনও টুইট করেননি৷ শেষ টুইটও ছিল নিছক একটি হাসিমুখের ইমোজি৷ মার্কো কি সত্যি জানতেন মহামারির আশঙ্কার কথা? এখনও পর্যন্ত যা জানা গেছে, তা থেকে অনুমান করা হচ্ছে মার্কো তার টুইটে সাধারণ করোনা গোষ্ঠীর জীবাণুর কথাই বলেছিলেন৷ নির্দিষ্টভাবে কোভিড ১৯-এর কথা নয়৷ কারণ তিনি যখন পোস্ট করেছিলেন তখনও ২০১৯ সাল আসতে ৬ বছর বাকি এবং কোভিড ১৯ জীবাণুর জন্মও ভবিষ্যতের গর্ভে৷
মার্কোর পুরনো টুইট ঘিরে মিমে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই সন্দেহ প্রকাশ করে বলছেন, মার্কো টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টের তারিখ ও সময় পাল্টেছেন ।